Kabyolok@gmail.com +88-01608227984

সদস্যের প্রকারভেদ ও চাঁদা:


১. সাধারণ সদস্য: শিল্প-সাহিত্য-সংস্কৃতির যে কোন শাখায় যুক্ত ১৮ বছরের অধিক বয়সী যে কোন বাংলাদেশী নাগরিক (নিবসী বা অনিবাসী) কাব্যলোকের সাধারণ সদস্য হতে পারেন।
১.১. সাধারণ সদস্য হওয়ার জন্য বার্ষিক চাঁদা ১,০০০/০০ (এক হাজার) টাকা। বছরের যে কোন সময়ে সদস্য পদের জন্য আবেদন করা যাবে, তবে মেয়াদ বহাল থাকবে প্রতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত। সদস্য নবায়ন চাঁদাও বার্ষিক ১,০০০/০০ (এক হাজার) টাকা।
১.২. এগার (১১) সদস্য বিশিষ্ট “বোর্ড অব ট্রাস্টিজ”-এর নির্বাচনে সাধারণ সদস্যদের জন্য ৬টি পদ সংরক্ষিত রয়েছে।
২. জীবন সদস্য: সাধারণ সদস্য হওয়ার যোগ্য যে কোন ব্যক্তি এককালীন ৩০,০০০/০০ (ত্রিশ হাজার) টাকা কাব্যলোক তহবিলে প্রদান করবেন, তিনি জীবন সদস্য হওয়ার যোগ্য হবেন।
২.১. এগার (১১) সদস্য বিশিষ্ট “বোর্ড অব ট্রাস্টিজ”-এর নির্বাচনে জীবন সদস্যদের জন্য ২টি পদ সংরক্ষিত রয়েছে।
৩. দাতা (ডোনার) সদস্য: শিল্প-সাহিত্য-সংস্কৃতির সাথে সম্পৃক্ত নন, তবে শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকাশে/প্রচারে ভুমিকা রাখতে আগ্রহী এমন যে কেউ কাব্যলোকের দাতা (ডোনার) সদস্য হতে পারবেন।
৩.১. দাতা (ডোনার) সদস্যদের বার্ষিক অনুদান (ডোনেশন) অনূন্য ১০,০০০/০০(দশ হাজার) টাকা।
৩.৩. এগার (১১) সদস্য বিশিষ্ট “বোর্ড অব ট্রাস্টিজ”-এর নির্বাচনে দাতা (ডোনার) সদস্যদের জন্য ২টি পদ সংরক্ষিত রয়েছে।