Kabyolok@gmail.com +88-01608227984

Latest Event Details




কাব্যলোক-৩৮ : লক ডাউন

03 Sep 2021





গত ৩ সেপ্টেম্বর ২০২১/ ১৯ ভাদ্র ১৪২৮ শুক্রবার বিকেল ৫.০০টায় ঢাকার সোনারগো রোডস্থ ম্যানিন ছুন-ঝি রেস্টুরেন্টে আয়োজিত হয় কাব্যলোক-৩৮: লক ডাউন। দীর্ঘ প্রায় দুই বছর পরে বিশ্ব অতিমারী করোনার কারণে নিষেধাজ্ঞা উঠে গেলে এ আয়োজন করা সম্ভব হয়।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত কাব্যলোকের অন্যতম কবি মমতাজ নুর মাধুরী স্মরণে একটি পর্বে আলোচনা অনুষ্ঠিত হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বরাবরের চেয়ে এবারের অনুষ্ঠানে উপস্তিইত তুলনামূলক কম হলেও বেশ প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। এবারেও অনুষ্ঠানে সেরা পাঁচ কবি/লেখককে পুরস্কৃত করা হয় এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী কবি/লেখকদের নাম ঘোষণা করা হয়। এবারের বিজয়ীরা হলেন:

এবারের বিজয়ীরা হলেন:
সেরা পাঁচ- প্রথম:
কবি আরতী ভট্টাচার্য দাস, হাওড়া, পশ্চিম বঙ্গ, ভারত।
শিরোনাম: অন লাইন হাঁকে দূরত্বের বার্তা
সেরা পাঁচ- দ্বিতীয়:
কবি অমল সাহা, সাভার, ঢাকা।
শিরোনাম: লক ডাউন
সেরা পাঁচ- তৃতীয়:
লেখক: শেখ ইয়াসির মূর্তযা, ঈশ্বরদী, পাবনা।
শিরোনাম: লকডাউনের তৃষ্ণা
সেরা পাঁচ- চতুর্থ:
লেখক: সোমা বসু, কালকাতা, পশ্চিম বঙ্গ, ভারত।
শিরোনাম: যে রয় মনে
সেরা পাঁচ- পঞ্চম:
লেখক: বি এম কামরুজ্জামান, ঢাকা।
শিরোনাম: করোনায় বসবাস
এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীগণ হলেন:
ষষ্ঠ: কবি পূরবী হালদার, ঢাকা
শির্রনাম: নিস্তব্ধ পৃথিবী
সপ্তম: লেখক: ময়ূরাক্ষী মন্ডল, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
শিরোনাম: লক ডাউন
অষ্টম: কবি আবু আশরাফী, নেত্রকোণা।
শিরোনাম: লকডাউন ক্রাকডাউন
নবম: কবি নূরহাসনা লতিফ, উত্তরা, ঢাকা।
শিরোনাম: লক ডাউন
দশম: কবি নাহিদ, উত্তরা, ঢাকা।
শিরোনাম: যেন হারিয়েই বাঁচি

কাব্যলোক প্রতি বাংলা বছরে একজনকে কাব্যলোক সম্মননা প্রদান করে থাকে। যারা কাব্যলোকের সকল আয়োজনের নেপথ্য কারিগর হিসেবে অবদান রেখে থাকেন তাদের জন্য এই সম্মননা। ১৪২৬ বঙ্গাব্দের জন্য কাব্যলোক সম্মননায় ভুষিত হয়েছেন কবি ইফতেখার আলম।