Kabyolok@gmail.com +88-01608227984

Latest Event Details




কাব্যলোক-৩২ : শীতের পিঠা

08 Feb 2020





২৫ মাঘ ১৪২৬/ ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার বিকেল ৫.০০ টায় ঢাকার কাকরাইলস্থ হোটেল রাজমণি ঈশা খাঁ’য় অনুষ্ঠিত হয় কাব্যলোক-৩২ শিরোনামে হেমন্তের কবিতা উৎসব। সভাপতিত্ব করেন কাবলোকের চেয়ারম্যান কবি জেবুননেসা হেলেন। 

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের মাঝে শীতের পিঠা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সেরা পাঁচ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন কাব্যলোকের সম্পাদক নুরুল্লাহ মাসুম। এবারের সেরা পাঁচ বিজয়ীরা হলেন: 

১. শ্যামল সরকার, ঢাকা।   

২. তাহমিনা চৌধুরী, ঢাকা। 

৩. গৌতম সরকার, বেঙ্গালুরু,কর্নাটক, ভারত।

৪. রবিউল মাশরাফী, গাজীপুর।

৫. দীপ্তি সরকার, ঢাকা। 

বিজয়ীদের একটি করে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৩০জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। ঢাকার কবিগণ ছাড়াও নেত্রকোণা থেকে অনুষ্ঠানে অঙশগ্রহণ করেন কবি সোহরাব উদ্দীন আকন্দ ও কবি শাম্মী খান।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আঞ্জুমান শিমুল।

সবেশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়।